January 15, 2025, 5:25 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কলারোয়ার কেরালকাতা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২০ অক্টোবর

কলারোয়ার কেরালকাতা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২০ অক্টোবর

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ আগামি ২০ অক্টোবর। সেখানকার ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে ওই পদ শূন্য হয়। সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের একটি চিঠির বরাত দিয়ে ১৫ সেপ্টেম্বর কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠিতে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাধারণ/উপ-নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর ২০২০। উল্লে¬খ্য, গত ৩০ জুন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার মৃত্যুতে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শুন্য হয়। এরই প্রেক্ষাপটে শুধুমাত্র চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামি বছরের মার্চ-এপ্রিল মাসে দেশব্যাপী পর্যায়ক্রমে সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে। সেই হিসেবে মূলত ওই সময় পর্যন্ত কলারোয়ার কেরালকাতা ইউপির আসন্ন চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান দায়িত্ব পালন করতে পারবেন। আগামি বছরের মার্চ-এপ্রিলে দেশব্যাপী ইউপি নির্বাচনের সময় কেরালকাতাসহ কলারোয়ার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com