কলারোয়ার জয়নগরে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের উপকারভোগীর নামের তালিকায় অনিয়ম!
- Update Time :
Tuesday, July 16, 2019
-
155 দেখা হয়েছে
(কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের উপকারভোগীর নামের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতি করার অভিযোগে ইউএনও এবং জেলা প্রশাসকের কাছে দরখাস্ত করেছেন এক ইউপি মেম্বর।
গত রবিবার জেলা প্রশাসক এবং কলারোয়ার ইউএনও বরাবর দাখিলকৃত জয়নগর ইউপি’র মেম্বর রিজাউল বিশ্বাসের লিখিত অভিযোগে জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ’ প্রকল্পে উপকারভোগীর নামের তালিকায় জয়নগর ইউনিয়নের দক্ষিণ ক্ষেত্রপাড়া গ্রামের মৃত বাবরালী সানার ছেলে মনছুর সানার নাম দেওয়া হযেছে। মনছুর সানা প্রায় এক একর জমির মালিক। তার বসত বাড়িতে আধা-পাঁকা রান্নাঘর ও আধা পাঁকা গোয়াল ঘরসহ দুইটি ষাঁড় আছে। বিগত ২০১৩-১৪ সালে জয়নগর ইউনিয়ন এলাকায় যখন সরকার বিরোধী জামায়াতি তান্ডব চলে সে সময় উক্ত মনছুর সানা প্রকাশ্যে সরকার বিরোধী তান্ডবের নেতৃত্ব দেয়। তার নেতৃত্বে সরসকাটি বাজারে, ক্ষেত্রপাড়া, মানিকনগর, গাজনা গ্রামসহ অনেক গ্রামে গাছ কাটা,রাস্থা কাটা আওয়ামী লীগ ঘরনার ব্যক্তিদের মারধর তাদের বাড়িঘর ভাংচুর হয় ব্যাপকভাবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেলে ওই মাসেই নাশকতাকারি জামায়াতের শীর্ষ কর্মী মনছুর সানা মালায়েশিয়ায় পাড়ি জমায়। চার বছর পর গত ৭/৮ মাস আগে সে বাড়ি এসেছে। তার একমাত্র অবিবাহিত ছেলে হুমায়ুন সানার স্থানীয় ক্ষেত্রপাড়া মোড়ে চাউল ও মাছের খাদ্যের বড় দোকান আছে। স্ত্রী পুত্র মিলে তাদের সংসারে তিন জন্য সদস্য। জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন আল-মাসুদের খালু উক্ত নাশকতাকারি জামায়াত কর্মী মনছুর সানা । সে জন্য শীর্ষ নাশকতাকারি স্বচ্ছল জামায়াত কর্মী মনছুর সানা সরকার বিরোধী নামকতায় যুক্ত এবং স্বচ্ছল হলেও প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ’ প্রকল্পে উপকারভোগীর নামের তালিকায় তার নাম স্থান পেয়েছে। তালিকা থেকে মনছুর সানার নাম বাদ দিয়ে প্রকৃত ভাবে অসহায় ও গৃহহীন ব্যক্তিকে গৃহনির্মাণের দাবী জানিয়েছেন ওই ইউপি মেম্বর। এব্যাপারে কলারোয়ার ইউএনও আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, বিষয়টির উপর এক মেম্বরের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করা হবে। অন্যদিকে জয়নগর ইউপি মেম্বর রিজাউল বিশ্বাস জানান, সোমবার দুপুরের দিকে ইউএনও স্যার তাঁর অফিসে আমাকে ডাকেন। সেখানে ইউএনও স্যার শীর্ষ নাশকতাকারি স্বচ্ছল জামায়াত কর্মী মনছুর সানার পক্ষ নিয়ে তার ঘরটিতে বাঁধা না দেওয়ার জন্য উল্টো আমাকে অনুরোধ করেন।