নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার ওই বাজার কমিটি দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও কল্যানার্থে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবুকে আহবায়ক, ইউপি সদস্য রওশন আলী খা’কে সদস্য সচিব করা হয়েছে। সদস্য হিসেবে আছেন- ইউপি সদস্য বজলু সরদার, ইউপি সদস্য রোজিনা খাতুন, সাধারণ ব্যবসায়ী কৃষ্ণপদ ভোলা, জাকির হোসেন মন্টু, মিন্টু পাল, তানিন আহম্মেদ, জয়দেব সাহা, আব্দুল হান্নান, ডা. গোলাম রব্বানী প্রমুখ। আগামি ৩ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে বাজারের দায়িত্বভার অর্পন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।