নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় মাছের সাথে শত্রুতা করেছে দুর্বৃত্তরা! সেই শত্রুতায় বিষ দিয়ে আড়াই লাখ টাকার মাছ নিধণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেয়াড়ার খোর্দ মাঝের পাড়া বিলের মৎস্য ঘেরে। বুধবার সকালে ক্ষতিগ্রস্ত মাছ চাষী ফেরদৌস আহম্মেদ বাবু জানান, তিনি ২০১২সাল থেকে দেয়াড়ার মাঝের পাড়া বিলে প্রায় ৩ শ’ বিঘা জমি লিজ নিয়ে সাদা মাছ চাষ করে আসছেন। কিন্তু দেয়াড়া সানাপাড়া এলাকার আতিয়ার সানার ছেলে বদিয়ার সানা ও খোকন সানার ছেলে ইদ্রিস সানা কোন কারণ ছাড়াই বেশ কিছুদিন ধরে তাকে হয়রানী করার জন্য বিভিন্ন স্থানে দরখাস্ত দিয়ে আসছেন। এতে তাদের দরখাস্তে কোন কাজ না হওয়াতে মাছ চাষীর উপর ক্ষিপ্ত থাকে তারা। মঙ্গলবার সকালে ঘেরে শতাধিক মানুষ মাছ ধরতে শুরু করে। মাছের ঘেরের কর্মচারী নুর ইসলাম, আজিজুর শেখ, মাসুম মোল্লা, হাকিম খান এগিয়ে গিয়ে দেখে পানিতে মাছ ভেসে উঠছে আর সাধারণ মানুষ তা ধরে নিচ্ছে। মাছধরা নিষেধ করলে এলাকার কিছু মানুষ তাদের উপর চড়াও হয়। এই ঘেরে বিষ দেয়াতে প্রায় আড়াই লাখ টাকার সাদা মাছ মরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
ঘেরের ম্যানেজার নুর ইসলাম জানান, বদিয়ার সানার নেতৃত্বে গত ৬জুলাই সকালে ৫/৭টি মোটরসাইকেলে তার বাড়ীতে গিয়ে ৫০ হাজার টাকা দাবী করেছে। এছাড়া প্রায় সময় তিনি হুমকিতে রয়েছেন।মাছ চাষী কৃষক খাদেম আলী খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে হয়তো কে বা কারা ঘেরে বিষ দিয়েছে।এবিষয়ে দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে জানান, তিনি শুনেছেন যে মাঝেরপাড়া বিলের ঘেরের বহু মাছ মরে পানিতে ভেসে রয়েছে। এদিকে অভিযুক্ত বদিয়ার সানার মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল জানান, তার দপ্তরে এ ধরনের কোন আভিযোগ আসেনি। অভিযোগ পেলে তিনি ক্ষতিগ্রস্ত মাছ চাষীকে আইনগত সহায়তা দিবেন।