কলারোয়ার পানিকাউরিয়া হাইস্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
- Update Time :
Sunday, July 21, 2019
-
173 দেখা হয়েছে
নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত ৫জন শিক্ষক ও ১জন অফিস সহকারীর বিদায় সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুলের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন কর হয়।বিদায়ী সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল আহাদ, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক নাগ কালিদাস, সদ্য বিদায়ী সহকারী প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দে, সহকারী শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক (মরনোত্তর) আব্দুস সামাদ ও প্রাক্তন অফিস সহকারী মমতাজ উদ্দীন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ১০নং কুশোডাঙ্গা ইউপি চেয়ারমান আসলামুল আলম আসলাম।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক প্রধান শিক্ষক মমিনুর রহমান, প্রাক্তন সভাপতি আনিছুর রহমান, প্রাক্তন সভাপতি মেম্বর ইব্রাহীম গাজী, প্রাক্তন সভাপতি নূর ইসলাম খান, ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সদস্য গোলাম ছরোয়ার, ইউপি সদস্য আব্দুল আলীম খান, খোরদো পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওবায়দুর রহমান, সহকারী শিক্ষক এসএম সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক হাসানুজ্জামান প্রমুখ।অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক আব্দুস সামাদ ও গীতা পাঠ করেন সহকারী শিক্ষক মিলন কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আলমগীর কবির।