March 27, 2025, 5:43 pm
কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের বুঝতলা মাদ্রাসা সংলগ্ন বুঝতলা শাখা ডাকঘরের নতুন ভবন বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ, তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, পোস্ট মাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল খুলনা তরুণ কান্তি সিকদার, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল, খুলনা বিভাগ মোহাম্মাদ জাহাঙ্গীর আলি খান, সাতক্ষীরা উপ-বিভাগ পোস্ট অফিস পরিদর্শক অরুণ মন্ডল, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু নসর, বুঝতলা মাদ্রাসার সুপার আব্দুল হাই, মাদ্রাসা সভাপতি জুলফিকার আলি জুলু, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক এসএম ফারুক হোসেন, বুঝতলা পোস্ট মাস্টার আব্দুল মাজেদসহ অতিথিবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা লুৎফর রহমান।
Comments are closed.