March 16, 2025, 12:14 am
সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি দোকানসহ একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) ভোর রাত আড়াইটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ ওবায়দুল্লাহ জানান, ভোর রাত আড়াইটার দিকে কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের নজরুলের বাড়ি সংলগ্ন এলাকায় কয়েকটি দাকোনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত তিনটার দিকে স্থানীয়দের মাধ্যমে ও ট্রিপল নাইনের ফোন পেয়ে তাৎক্ষণিক জালালাবাদে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে ঘটনাস্থলে পৌছানোর আগে শ্যামলের সেলুন, কুদ্দুসের ফলের দোকান পুরোভাগ ও একটি চায়ের দোকানের অর্ধেকের বেশী পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের কোন সংযোগ থেকে ওভার হিট হয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে কোন হতা হতের ঘটনা ঘটেনি।
Comments are closed.