December 11, 2023, 12:54 pm

শিরোনাম:
কালিগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ইউএনও রহিমা সুলতানা বুশরা বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা আমি সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই: এস এম কামাল খুলনায় অভিযান, জরিমানাতেও কমছে না পেঁয়াজের দাম ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের অফিস উদ্বোধন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা কুল্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অবাধে বিক্রি হচ্ছে নদী খননের মাটি, প্রশাসন নীরব পীর জয়নুদ্দীন শাহ্র মাজার জিয়ারত এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ কালিগঞ্জে সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভা
কলারোয়ায় আ. লীগের একাংশের সমাবেশের বিরুদ্ধে অপরাংশের সংবাদ সম্মেলন

কলারোয়ায় আ. লীগের একাংশের সমাবেশের বিরুদ্ধে অপরাংশের সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা আওয়ামীলীগের একাংংশের নেতৃবৃন্দ বুধবার বিকালে দলীয় অফিসে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল।তিনি বলেন-মঙ্গলবার বিকালে কলারোয়া ফুটবল ময়দানে উপজেলা চেয়ারম্যান দুর্নীতি বিরোধী সমাবেশের নামে সমাবেশ ডেকে চিহ্নিত নাশকতা মামলার, এবং প্রধানমন্ত্রীর প্রাণনাশের চেষ্টায় তার গাড়ি বহরে হামলা মামলার আসামিদের নিয়ে দুর্নীতি বিরোধী কোন কথা না বলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের এবং নির্বাচিত চেয়ারম্যানদের বিরুদ্ধে যে মিথ্যা কটুক্তিমূলক বক্তব্য দিয়েছেন আমরা কলারোয়া উপজেলা আওয়ামীলীগ তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে তারা অচিরেই এর বিরুদ্ধে পাল্টা সমাবেশ করবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ্য করেন।এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, কলারোয়া উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান, সদস্য সরদার আনছার আলী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কলারোয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, আসলামুল আলম আসলাম, মাহবুবর রহমান মফে, মাস্টার নুরুল ইসলাম, আলহাজ¦ আব্দুল হামিদ সরদার, এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, রবিউল হাসান, সামসুদ্দিন আল মাসুদ বাবু, পৌর কমিশনার আকিমুদ্দিন আকি, মেজবাহ উদ্দিন লিলু, মফিজুল হক, জাহাঙ্গীর হোসেন, মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রহিমা বেগম কাজল, সদস্য বিশাখা রাণী, আ. লীগনেতা আব্দুল মাজেদ বিশ^াস, ওয়ার্ড আ.লীগের সভাপতি লেয়াকাত আলী, আব্দুল কাদের, মেহেদী হাসান সাগর,আমিরুল ইসলাম প্রমুখ।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited