কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির এক আলোচনা সভা রোববার বিকেলে পৌরভবন সম্মেলন কক্ষে আনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় কংগ্রেস সফল করার লক্ষ্যে য়ার্ডও কমিটিগুলো পুন:বিন্যাস, জেলা, উপজেলা সম্মেলন এবং সভ্য চাঁদা ও লেভী পরিশোধের বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথির আলোচনা করেন সংগঠনের জেলা শাখার সভাপতি. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল ও সম্পাদকমন্ডলীর সদস্য ময়নুল হাসান। উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে আনুষ্ঠিত এ সভায় স্বাগত আলোচনা করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবুল খায়ের। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য সন্তোষ কুমার পাল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রদীপ কুমার, মফিজুল হক জাহাঙ্গীর, পূর্ণেন্দু কুমার ঘোষ, পিযুষ কুমার রায়, শাহনুর রহমান প্রমুখ।