কলারোয়ায় চাঁদাবাজী ও ডিজিটাল নিরাপত্তা আইনে ‘সাংবাদিক পরিচয়দানকারী’ ফিরোজ জোয়ার্দ্দার গ্রেপ্তার
- Update Time :
Thursday, September 19, 2019
-
149 দেখা হয়েছে
ডেস্ক: কলারোয়ায় চাঁদাবাজী ও ডিজিটাল নিরাপত্তা আইনে ‘কথিত সাংবাদিক পরিচয়দানকারী’ ফিরোজ জোয়ার্দ্দার ওরফে ইসমাইল হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কলারোয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি পৌরসদরের গদখালী গ্রামের ভোলা হোসেনের পুত্র। বুধবার দুপুরে তাকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কলারোয়া থানার অফিসিয়াল ফেসবুক পেজে ছবিসহ বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ কর্তৃপক্ষ। থানা সূত্র জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. রাজিব হোসেন, এএসআই শেখ মোস্তাক আহম্মেদসহ সংগীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কলারোয়া বাজারের একটি চায়ের দোকান থেকে চাঁদাবাজী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার (নং-২৩, তারিখ ১৮-৯-১৯) আসামি ফিরোজ জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করেন। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত ফিরোজ জোয়ার্দ্দার নিজেকে দীপক শেঠ-আব্দুর রহমান নেতৃত্বাধীন নামীয় একটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পরিচয় দিয়ে থাকেন। তিনি এর আগেও চাঁদাবাজী মামলায় জেল খেটেছেন বলে সূত্র জানায়।