কলারোয়ায় জুয়া খেলার অপরাধে ৬ ব্যক্তি আটক……
- Update Time :
Friday, July 12, 2019
-
141 দেখা হয়েছে
কামরুল হাসান, কলারোয়া থেকেঃ কলারোয়ায় জুয়া খেলার অপরাধে ৬জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তারা আটক হয় উপজেলার ব্রজবাকসা গ্রাম থেকে। শুক্রবার সকালে থানার সাব-ইন্সপেক্টর রইচ উদ্দীন জানান-উপজেলার ব্রজবাকসা গ্রামের কছিমুদ্দিনের বসত বাড়ীর টিনের ঘরের বারান্দায় বসে ৬ব্যক্তি টাকা দিয়ে তাস খেলছিলো। থানা পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ব্রজবাকসা গ্রামের আ: রশিদের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২), মৃত গফ্ফার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (২৮), শহর আলীর ছেলে কছিমুদ্দিন (৩৫), মৃত হযরত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২), মোহাম্মাদ সরদারের ছেলে সেলিম সরদার (৩০) ও মৃত সাজ্জাদ গাজীর ছেলে রফিকুল ইসলাম (৪০) কে আটক করা হয়। এসময় পুলিশ ওই স্থান থেকে ১০৪পিচ তাস ও নগদ ২হাজার ৯শ ৫৫টাকা উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ মুনীর-উল-গীয়াস জানান-আটককৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনে এর ৩/৪ ধারায় মামলা নং-৯(৭)১৯ হওয়ায় তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।