Tunto প্রতিনিধি: কলারোয়ায় দেড় কেজি গাঁজাসহ কাজী শাহনেওয়াজ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার ভোরে পৌর সদরের মুরারীকাটি গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ী পৌর সদরের মুরারীকাটি গ্রামের কাজী খবির উদ্দীনের ছেলে। সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজী শাহনেওয়াজকে তার বাড়ির সামনে থেকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত গাজার আনুমানিক মূল্যে ৩০হাজার টাকা। এবিষয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-২১(৭)১৯ হয়েছে।