December 13, 2024, 6:08 pm
কামরুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় কোম্পানীর ১০ চাকা পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় কমলা হালদার (৪৫) নামের এক মহিলা নিহত হয়েছেন। চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে থাকা পুকুরে পাথর বোঝায় ট্রাকটি উল্টে পড়ে যায়। দুর্ঘটনাটি মঙ্গলবার (১৬ই জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে পৌরসদরের ঝিকরা হরিতলা মোড় নামক স্থানে এ ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর- সাতক্ষীরা মহাসড়কে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা কোম্পানীর একটি ১০চাকা কুচি পাথর বোঝায় ট্রাক নং ২৫৩/অ চালক নিয়ন্ত্রণ হারিয়েআ কমলা হালদারকে ধাক্কা মেরে শরীরের উপর উঠিয়ে দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত কমলা হালদার ঝিকরা পাড়ুইপাড়া গ্রামের মৃত নিতাই হালদারের স্ত্রী। তিনি স্থানীয় মাছ বাজারে পানি উঠানোসহ মাছ কাটার কাজ করতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করার আগেই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। তবে পুকুরে পড়া ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। আর নিহত কমলা হালদারের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রন্তুতি চলছিলো বলে জানা যায়।
Comments are closed.