October 31, 2024, 3:12 am
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মোমতাজুল ইসলাম খান (৪৮) নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছে। সে উপজেলার গোয়ালচাতর গ্রামের মৃত ফজলুল হক খান ওরফে হযরত ডাক্তারের ছেলে। রোববার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান- আটককৃত মোমতাজুল ইসলাম খানের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে এসটিসি-৪৭১/১৯ ও সিআর-১৫/১৯ মামলায় এনআই এ্যাক্টের ১৩৮ ধারা মতে আদালত গ্রেফতারী পরোয়ানা জারীসহ বিজ্ঞ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ জরিমানা করেন।
আদালতের ওয়ারেন্ট থাকায় থানা পুলিশ রোববার ভোররাতে অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে আটক করেন। পরে তাকে সাতক্ষীরা জেলা আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য-কলারোয়ার মেসার্স রহমান ট্রেডার্স নামক ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১৫ লাখ ৩২ হাজার টাকার মালামাল ক্রয় করে প্রতারণামূলকভাবে জাল জালিয়াতির চেক প্রদান করায় তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। পরে ওই মামলায় সে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারীসহ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ জরিমানা করেন বিজ্ঞ আদালত।
Comments are closed.