March 18, 2025, 12:40 am
আসন্ন ঘূর্ণিঝড় “বুলবুল” এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় কলারোয়ায় প্রস্তুতি মূলক এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কলারোয়া বাসস্ট্যান্ডস্থ শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি ও রবিউল আলম মল্লিক, সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাবেক ছাত্র নেতা শফিউল আলম শফি, মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, মোস্তাফিজুর রহমান মোস্ত, শেখ সাগর হোসেন, আজিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দীন, মিঠু মেম্বর, জিকরিয়া,সাইদুর রহমান, উজ্জল সহ অনেকে।সভায় প্রধান অতিথির বক্তব্যে লাল্টু কলারোয়া পৌরসভা সহ ১২টি ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের স্ব-স্ব এলাকায় সার্বক্ষনিক উপস্থিত থেকে স্বেচ্ছাসেবক হিসেবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য নির্দেশনা প্রদান করেন।লাল্টু বলেন- ‘উপজেলা প্রশাসনের পাশাপাশি দলের পক্ষ থেকে এই দূর্যোগ মোকাবেলা করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’ আতংকিত না হয়ে সতর্ক ও সজাগ থাকার আহবান জানান তিনি।
Comments are closed.