নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় পুলিশি অভিযানে ফেনসিডিলসহ দুই মহিলা মাদক ব্যবসায়ী আটক। ঘটনাটি ঘটেছে-বুধবার (২৪জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার কাজিরহাট বাসষ্টান্ডে।থানা সূত্রে জানা যায়, থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল’র নেতৃত্বে পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে যশোরের শার্শা উপজেলার ঝিকরগাছা গ্রামের মৃত বজলে মোড়লের মেয়ে রহিমা খাতুন (৬০) ও একই উপজেলার দাদপুর গ্রামের জব্বার মোড়লের মেয়ে ছকিনা বেগম (৫৫) কে আটক করা হয়।এ সময় দুজনের কাছ থেকে ২৩ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান- আটককৃতদের নামে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।