October 3, 2024, 11:11 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কলারোয়ায় বঙ্গবন্ধু অ-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয়নগরের জয় ||

কলারোয়ায় বঙ্গবন্ধু অ-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয়নগরের জয় ||

কলারোয়া  প্রতিনিধি: কলারোয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিপক্ষ দলের অনুপস্থিতিতে জয়নগর ইউনিয়ন ফুটবল দলকে জয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে পূর্ব নির্ধারিত খেলার ফিকচার অনুযায়ী ১নং জয়নগর ইউনিয়ন ও ১২নং যুগিখালি ইউনিয়ন ফুটবল দল পরষ্পর মুখোমুখি হওয়ার কথা ছিলো। কিন্তু যুগিখালী ইউনিয়ন উপস্থিত না হওয়ায় জয়নগর ইউনিয়নকে বিজয়ী ঘোষণা করে টুর্নামেন্ট কমিটি। পরে মাঠে উপস্থিত জয়নগর ইউনিয়ন দলের সাথে প্রীতি ম্যাচে অংশ নেয় পৌরসভা ফুটবল দল। প্রীতি ওই খেলার নির্ধারিত সময়ে আক্রমন-পাল্টা আক্রমনে করেও কোন দলই গোলের দেখা পায়নি। গোলশুন্য ড্র থাকায় সরাসরি টাইব্রেকারে ৪-৩ গোলে জয়নগরকে পরাজিত করে পৌরসভা। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন। তাকে সহায়তা করেন রাশেদুজ্জামান রাশেদ ও সাইফুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও মঞ্জুরুল আলম লিটন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এর আগে টুর্নামেন্ট উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া সংগঠক আলহাজ্ব আব্দুর রহমান বাবু, এড. শেখ কামাল রেজা, রেজাউল করিম লাভলু, সাংবাদিক হাবিবুর রহমান রনি, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান ফাইমসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com