কলারোয়ায় বাদপড়া বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা যাচাই-বাছাই
- Update Time :
Saturday, July 13, 2019
-
136 দেখা হয়েছে
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বাদ পড়া বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা যাচাই-বাছাই করা হয়েছে। শনিবার (১৩জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে এ যাচাই-বাছাই কার্যক্রম চলে। এ সংক্রান্ত ৩ সদস্য বিশিষ্ট কমিটি আবেদনকৃত বাদ পড়া ২৪জন মুক্তিযোদ্ধার নাম তালিকাভূক্ত করতে কাগজপত্র, সাক্ষপ্রমান ও আনুসাঙ্গিক বিষয়াদি শুণানি সম্পন্ন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা ও যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফফার যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন। বাদপড়া মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনসহ সাক্ষীরা সেসময় উপস্থিত ছিলেন। ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজ সাতক্ষীরা প্রবাহকে জানান , ‘যাচাই-বাছাই এর ফলাফল আগামি সপ্তাহে প্রকাশ করা হবে।’তিঁনি আরো জানান ‘কলারোয়া উপজেলায় ১৯৯জন তালিকাভূক্ত বীর মুক্তিযোদ্ধা সরকারি ভাতা পেয়ে আসছিলেন। এরইমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে ৬জন মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। ফলে এখন ১৯৩জন ভাতাভূক্ত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। আবেদনকৃত বাদ পড়া ২৪জনের যাচাই-বাছাই সম্পূর্ণ হওয়ার পর তাঁদের নাম সেখানে অন্তর্ভূক্ত করতে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।’