কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকাসক্তি ও দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা
- Update Time :
Wednesday, July 17, 2019
-
184 দেখা হয়েছে
কামরুল হাসান, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে বাল্যবিবাহ, মাদকাসক্তি ও দুর্নীতিবিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সমাজের সকল স্তরে সচেতনতা সৃষ্টির মাধ্যমে আলোচিত বিষয়গুলোর প্রতিরোধ হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। সার্বিক অনুষ্ঠান বাস্তবায়ন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল হক, চন্দনপুর ইউনিয়ন দুপ্রক সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান, সাংবাদিক আবু রায়হান মিকাঈল, সহকারী শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস মন্টু।