October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কলারোয়ায় বিতর্ক রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় বিতর্ক রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া_গার্লস_পাইলট হাইস্কুল সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা ওবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুদক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও দুপ্রক’র বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা দুপ্রক’র সহ-সভাপতি কাজী শামসুর রহমান, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও শিক্ষক উৎপল কুমার সাহা। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। অনুষ্ঠানে সকল ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ সকল শিক্ষকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শেখ মনিরুজ্জামান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com