January 15, 2025, 7:37 am
আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয় মিডিয়া কর্মীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার সময় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত প্রকল্পের আওতায় সেন্টার ফর উইমেন এ্যান্ড চিলড্রেন স্ট্যাডিজ এর বাস্তবায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা প্রমুখ। মুক্ত আলোচনায় অংশগ্রহন করে মানব পাচার প্রতিরোধ এবং মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষদের পূর্ণবাসনের বিষয়ে আলোচনা করেন সাংবাদিক এসএম জাকির হোসেন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী ও কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আবু তাহের প্রমুখ। মানবপাচার বিষয়ক প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করেন সিডব্লিউসিএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আসাদুজ্জামান রিপন ও প্রকল্পের সোসাল মোবিলাইজার মাহমুদুল হাসান। এ সময় বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা ও স্থানীয় মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
Comments are closed.