July 27, 2024, 3:25 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কলারোয়ায় ‘শিবিল স্মরণে’ রচনা-চিত্রাংকন প্রতিযোগিতা: কৃতি স্কাউটারদের সম্মাননা

কলারোয়ায় ‘শিবিল স্মরণে’ রচনা-চিত্রাংকন প্রতিযোগিতা: কৃতি স্কাউটারদের সম্মাননা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় শিশু শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং ৫জন কৃতি ক্ষুদে স্কাউটারকে সম্মাননা প্রদান করা হয়েছে। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিবিল স্মৃতি বুক কর্নারের উদ্যোগে রবিবার বেলা ১১টার দিকে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুষ্কার বিতরণ করা হয়। ব্র্যাক বাংকের ভাইস প্রেসিডেন্ট কলারোয়ার কৃতিসন্তান কাজী আসাদুজ্জামানের প্রয়াত বড় ছেলে মরহুম কাজী আওনাফ আতিফ শিবিলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালনের অংশ হিসেবে ‘সৃজন অন্বেষণ.. শিবিল স্মরণে’ শিরোনামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিশু শ্রেণির সকল প্রতিযোগীকে এবং ১ম হতে ৫ম শ্রেণির অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি শ্রেণির ৩জনকে পুরস্কার দেয়া হয়।অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শাপলা পুরস্কারের তালিকাভূক্ত এই বিদ্যালয়ের ৪জন কৃতি কাব স্কাউটার নাফিসা রাইসানা, মারিয়া তাবাচ্ছুম, ফারজান তৌফিকা ও রাইসা মাহজাবীন এবং দেশসেরা ২য় স্কাউট মনোনীত হওয়ায় নোশাইবা শারমিলি’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পষিদের সাবেক ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সরদার জিল্লুর রহমান, এমএ সাজেদ প্রমুখ। এসময় শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যরা উপস্থিত ছিলেন।দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের ইমাম সাংবাদিক আসাদুজ্জামান ফারুকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু।উল্লেখ্য, গত ৫জানুয়ারী মেধাবী ছাত্র কাজী আওনাফ আতিফ শিবিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার স্মৃতিতে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুক কর্নার স্থাপিত হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com