নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় এবার পাটের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি অফিস। আবহাওয়া অনুকূল আর সার সঙ্কট না থাকায় সোনালী আঁশে সোনালী স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। পাট গাছের বাম্পার ফলনে পাটের উৎপাদনও বাম্পার হবে বলে তাদের ধারণা। অপরদিকে, বর্তমানে বাজারে পাটের দামও ভাল থাকায় হাসি ফুটেছে কৃষকদের।উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলি মাঠে পাটের চাষাবাদ ভাল হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। অন্যান্য বছরের তুলনায় এবছর যথাসময়ে খড়া, ভালো বৃষ্টিপাত, ভালবীজের সহজলভ্যতা এবং সারের সঙ্কট না থাকার কারণে লক্ষমাত্রা পূরণ হতে চলেছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় পাট গাছ কাটা শুরু হয়েছে, কোথাও কোথাও কাটা পাটগাছ পানিতে পচানো বা জাক দেয়ার কাজও শুরু হয়েছে। তবে বেশির ভাগ এলাকায় পাট গাছ কাটার প্রক্রিয়ায় রয়েছে। সেগুলো দেখেও বোধগম্য যে, ফলনের পাশাপাশি উৎপাদনও আশাব্যঞ্চক হবে।উপজেলার গয়ড়া গ্রামের মনিরুজ্জামান জানান- এবছর জমিতে পাটের ভালো ফলন হয়েছে। রোগবালাইমুক্ত পাটের আঁশ ছাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে। এখন ন্যায্য দাম পাওয়াটাই আসল কথা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পাটজাত দ্রব্যের ব্যবহার কমে যাওয়ায় কলারোয়া উপজেলায় পাটের চাষাবাদ কমে গিয়েছিলো। তবে পাটের বাজার মূল্য সহনীয় পর্যায় হওয়ায় উপজেলায় ধীরে ধীরে পাটের চাষাবাদ আবারো বাড়তে শুরু করেছে। বিভিন্ন এলাকায় পাটের বাম্পার ফলন লক্ষ করা গেছে। এ বছর পাটের প্রতিমণ ১৮০০ থেকে ১৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এবছর পাটের বাজার দর ভাল হওয়ায় আগামি বছরে কৃষকরা আরো বেশি পাট চাষে ঝুঁকবেন বলে আশা করছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী।