January 15, 2025, 7:45 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কলারোয়া উপজেলা আ.লীগের জরুরী সভা

কলারোয়া উপজেলা আ.লীগের জরুরী সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আ’লীগের কাউন্সিল, দলীয় শৃঙ্খলা রক্ষাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সাংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বিএম নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন ইউনিটের দলটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, বর্তমান সাংগাঠনিক সম্পাদক সম মোরশেদ আলী ভিপি, সহ-দপ্তর সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি আ’লীগ নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন, কেড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ভুট্টোলাল গাইন প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন আ.লীগ নেতা ও কলারোয়া সরকারি কলেজের সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com