March 16, 2025, 12:33 am
কলারোয়া প্রতিনিধি: রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে জড়িয়ে সম্পত্তি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন উপজেলার কোটাবাড়ী গ্রামের শেখ মশিয়ার রহমানের স্ত্রী শাহিনা খাতুন।তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কলারোয়া উপজেলার শুভংকরকাটি মৌজায় ৩৪০ দাগে শেখ জাকির হোসেনের সাথে সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ সৃষ্টি হয়।তিনি বলেন, গত ৩১ আগস্ট সন্ধ্যায় জাকির, তার স্ত্রী রাজিয়া ও তাদের তিন পুত্র আকস্মিভাবে আমাদের বাড়িতে গোবর, ইটপাটকেল মারতে থাকে এবং আমাদের বাড়িতে বেড়াতে আসা বোনের কন্যা রিন্তাসহ কয়েকজনকে মারপিটে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের মাধ্যমে তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন আমরা কলারোয়ায় গিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি শাহাজাদার কাছে গেলে তিনি আমাদের সাথে নিয়ে কলারোয়া থানায় যান এবং থানায় একটি অভিযোগ দিতে বলেন। এছাড়া এ বিষয়ে তিনি আর কিছুই জানেন না। অথচ গত ৩ সেপ্টেম্বর রাজিয়া খাতুন ভাইস চেয়ারম্যান শাহাজাদার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য একটি মিথ্যা সংবাদ সম্মেলন করে। এব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
Comments are closed.