December 21, 2024, 1:02 pm
Tunto: কলারোয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের তাড়া করে ৫১ বোতল ফেন্সিডিল (বস্তার মধ্যে) উদ্ধার করেছেন।শুক্রবার (৫ই জুলাই রাত আড়াইটার দিকে মাদরা বাজার এলাকা থেকে এ ফেন্সিডিলের বস্তা উদ্ধার করা হয়।থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নিদের্শনায় এসআই রইচ উদ্দিন সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ওই এলাকায় একদল মাদক পাচারকারীকে তাড়া করেন।পুলিশের তাড়া খেয়ে মাদক ব্যবসায়ীরা বস্তা ফেলে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া বস্তা থেকে ৫১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।এ ঘটনায় থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত আসামি করে মাদক মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
Comments are closed.