December 10, 2024, 5:15 am
কলারোয়া প্রতিনিধি: দীর্ঘদিন অবহেলিত কলারোয়া পৌরসভার ঝিকরা গুচ্ছগ্রামের রাস্তাটি সংস্কার কাজ শুরু হয়েছে। বুধবার সকালে মাটি কেটে পৌরসভার ৪নং ওয়ার্ডের রাস্তা সংস্কার কাজ উদ্বোধন করেন স্থানীয় পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু। এসময় উপস্থিত ছিলেন ঠিকাদার এমএ রব শাহিন, পৌরসভার ওয়ার্ক এ্যাসিসটেন্ট সহকারী ইমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশারাফ আলী, মাওলানা আব্দুল মান্নান, আলহাজ¦ শহিদুল ইসলাম, ডাক্তার দীন আলী, শিক্ষক শের আলী, নেয়াতম আলী মোড়ল, শাহিন হোসেন, আব্দুল গফুর, বদরুল ইসলাম, জয়নুদ্দিন বিশ^াস, আব্দুল মুজিদ, আব্দুল বারী, আব্দুল কাদের, আক্তারুল ইসলাম, আশানুর রহমান, আবুল কাশেম, সাদিয়া আক্তার আল্পনা, মাওলনা মকবুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পৌর সদরের ঝিকরার গুচ্ছগ্রামের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো। ওই রাস্তাটি লাকি ফিসের সামনে থেকে গুচ্ছগ্রামের আহাদের বাড়ী পর্যন্ত ১২শ’ মিটার নতুন করে পাকাকরণের (কার্পেটিং) টেন্ডার হয়। এর ফলে যাতায়াত সমস্যা নিরসনের সুযোগ সৃষ্টি হয়েছে। রাস্তাটি সংস্কারে বাজেট ধরা হয়েছে ৪১ লাখ টাকা।
Comments are closed.