December 10, 2024, 6:32 am
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সাধারণ ভোটারদের ব্যাপক উৎসাহ দেখা যায়। তবে সকাল সাড়ে ১০ টায় বিএনপির প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন অভিযোগ করে বলেন, তিনি ৩ ও ৮ নং কেন্দ্র্রে প্রবেশ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বাধা দেয়। এমনকি অজ্ঞাতরা তাকে লাঞ্ছিত করেছে। তিনি ভোট কারচুপির ব্যাপক অভিযোগ তুলে বলেন কোন কেন্দ্রে তার এজেন্টদের প্রবেশ করতে দেয়নি।
কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী শেখ শরিফুজামান তুহিন ভোট বর্জন করছে। সাড়ে দশটার দিকে এক সংবাদ সম্মেলন করে তিনি এ বর্জনের ঘোষনা দেন।জোর পূর্বক ভোট দেওয়া ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তিনি ভোট বর্জন করছে। অপরদিকে কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে বাঁধা দেওয়া হয়।পুলিশ ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও এসএসপি হুমায়ূন কবির গোপিনাথপুর কেন্দ্রে ও ঝিকরা কেন্দ্রে সাংবাদিকদের উপর চড়াও হন।
এদিকে স্বতন্ত প্রার্থী নার্গিস সুলতানা ভোট বর্জন করছে। সাড়ে দশটার দিকে এক সংবাদ সম্মেলন করে তিনি এ বর্জনের ঘোষনা দেন। জোর পূর্বক ভোট দেওয়া ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তিনি ভোট বর্জন করছে অপরদিকে কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে বাঁধা দেওয়া হয়।
জেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা নাজমুল কবীর জানান, তার কাছে ভোটে অনিয়মের তেমন কোন গুরুতর অভিযোগ আসেনি বা কোন প্রার্থী তার কাছে লিখিতভাবে জানাইনি। কলারোয়া পৌরসভার ৯টি কেন্দ্রে ২১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
Comments are closed.