কলারোয়া পৌর এলাকায় মশার কয়েল বিতরণ
- Update Time :
Thursday, September 12, 2019
-
150 দেখা হয়েছে
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভাকে এডিস মশামুক্ত করতে ৯টি ওয়ার্ডে মশার কয়েল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। গত ৪ সেপ্টেম্বর থেকে এ মশার কয়েল বিতরণ করা হচ্ছে। পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল জানান, পৌরবাসী এডিস মশার কবল থেকে পৌরবাসীকে রক্ষা করতে প্রতিটি ওয়ার্ডে স্প্রে করা হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিদিনই চলছে নানামুখী কার্যক্রম। একই সাথে ৯টি ওয়ার্ডের দুস্থ অসহায় পরিবারের মধ্যে মশার কয়েল বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মণ, লুৎফুন নেছা, শেখ জামিল হোসেন, মেজবাহ উদ্দীন লিলু, আলফাজ উদ্দীন, শেখ ইমাদুল ইসলাম ইমাদ, আকিমুদ্দিন আকি, জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে ৯টি ওয়ার্ডে ৩৮৪ প্যাকেট মশার কয়েল বিতরণ করা হয়েছে।