কলারোয়া পৌর নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের কর্ম বন্টন ও নির্দেশনামূলক সভা
- Update Time :
Friday, January 29, 2021
-
201 দেখা হয়েছে
কলারোয়া পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের কর্ম বন্টন ও নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া থানার আয়োজনে আজ শুক্রবার বেলা ১১ টার দিকে থানা চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন-জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার নাজমুল কবির, সদর সার্কেল মীর্জা সালাহউদ্দিন, তালা সার্কেল হুমায়ন কবীর, ডিএসবির জেলা পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমানসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য:৩০জানুয়ারি কলারোয়া পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রের ২১হাজার ২৮০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।