July 27, 2024, 12:51 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কলারোয়া সীমান্তে অবৈধপথে ভারত থেকে আসা নারী-শিশুসহ ৫জন আটক

কলারোয়া সীমান্তে অবৈধপথে ভারত থেকে আসা নারী-শিশুসহ ৫জন আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অবৈধপথে ভারত থেকে আসা শিশু-নারীসহ ৫জন আটক হয়েছে। তাদের বাড়ি বরিশাল ও চট্টগ্রামে।

শনিবার (৫জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী বাজার এলাকা থেকে তারা আটক হয়। পরে বিজিবি’র তত্ববধায়নে তাদের সোনাবাড়িয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- বরিশালের আগলঝাড়া থানার বাশাইলের গোয়াইন গ্রামের বিমল হালদারের পুত্র বিনয় হালদার (৩৫), তার স্ত্রী পারুল হালদার (৩০), তাদের দুই পুত্র বিজন (৭) ও বিক্রম (৫) এবং চট্টগ্রামের পুটিয়া থানার সুমননন্দীর লাউয়ারবিল গ্রামের ফুল মাহমুদের স্ত্রী সুরাইয়া খাতুন (৩০)।

বিষয়টি নিশ্চিত করে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে হিজলদী বাজারে তাদের সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে পরিচয় জিজ্ঞাসা করার একপর্যায়ে তারা অবৈধপথে ভারত থেকে এসেছেন বলে স্বীকার করেন। তারা ভারতের মুম্বাই (বোম্বে) শহর থেকে চোরাকারবারীদের সহায়তায় অবৈধপথে গেলো রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকে। তাৎক্ষনিক তাদেরকে হিজলদী বিওপি’র ক্যাম্প কমান্ডারের নিকট সোপর্দ করা হয়।’

চেয়ারম্যান মনি আরো বলেন, ‘আটকদের পার্শ্ববর্তী সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী প্রাতিষ্ঠানিক হোম কোয়ারিন্টাইনে রাখা হয়েছে।’

হিজলদী ক্যাম্পের বিজিবি সূত্র জানায়, ‘আটকদের ১৪দিন প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে রাখা হবে। করোনা পরীক্ষাও করা হবে। করোনামুক্ত থাকলে ১৪দিন পর তাদের থানা পুলিশে হস্তান্তর করা হবে।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com