January 15, 2025, 7:27 am
Hosan Imam:সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে তার বান্ধবী রিনি খাতুনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার রিনি খাতুন সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের আব্দুর রকিবের মেয়ে এবং ঝাউডাঙ্গা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।এদিকে ফেসবুকে নগ্ন ছবি পোস্ট করায় ওই কলেজছাত্রী আত্মহত্যার চেষ্টায় চালান। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ওই কলেজছাত্রীকে সম্প্রতি বিয়ের জন্য দেখতে আসে পাত্রপক্ষ। এর প্রস্তুতি হিসেবে প্রতিবেশী বান্ধবী রিনি খাতুন তাকে গোসলে সহায়তার সময়ে কৌশলে নগ্ন ছবি ধারণ করে। পরে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কয়েক দফা ওই কলেজছাত্রীর নিকট থেকে টাকা আদায় করে রিনি।ওসি আরও জানান, একপর্যায়ে দাবিকৃত মোটা অংকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় রিনি খাতুন ওই কলেজছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে অপমানে শুক্রবার মেয়েটি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় রিনি খাতুনের নামে একটি অভিযোগ দায়ের করেন। পরে শনিবার সকালে রিনি খাতুনকে গ্রেফতার করা হয়।
Comments are closed.