Sopone Das: কাউন্সিলর কালু ও তার সন্ত্রাসী বাহিনী আমার মায়ের ক্রয়কৃত সম্পত্তি জোর করে ভোগ দখল করছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত আবু তালেব সরদারের পুত্র শরিফুল ইসলাম।লিখিত অভিযোগে তিনি বলেন, আমি একজন অসহায় গরিব দরিদ্র দিনমজুর ও আওয়ামী লীগের একানিষ্ঠ কর্মী। পলাশপোল মৌজায়, দাগ নং- ৪৩১১, ৪৩১২, ৪৩১৩ হাল ৪৪৯৪ দাগে আমার মায়ের ক্রয়কৃত ১২.৫০ শতক সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তির উপর নজর পড়ে শহরের ইটাগাছা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর। সে কৌশলে তার সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করে আমার সম্পত্তি দখলের পায়তারা শুরু করে এবং ওই সন্ত্রাসী বাহিনীর সদস্য খড়িবিলা এলাকার মৃত রাজাউল্লাহ সরদারের পুত্র জাম্মাদ আলী, মৃত জাহান আলী সরদারের পুত্র সুজিবার রহমান, মৃত ইব্রাহিম ডাক্তারের পুত্র রেজাউল ইসলাম, মৃত নুর আহম্মদ ঢালীর পুত্র ফজলু ঢালী, মৃত মারজানের পুত্র আবুল কাশেম ও মফেজ উদ্দীনের পুত্র আকছেদ আলীর সহযোগিতায় স্থানীয় আ’লীগ নেতাদের ম্যানেজ করে খুন জখম ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে উক্ত সম্পত্তি দখল করে রেখেছে। এবিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ফল পাইনি। ভূমিদস্যু সন্ত্রাসী গডফাদার কালু ও তার বাহিনী জোরপূর্বক আমার সম্পত্তি ভোগদখল করছে। শুধু আমার সম্পত্তি নয়, শহরের একাধিক ব্যক্তির সম্পত্তি সে জোর করে ভোগদখল করে রেখেছে।এব্যাপারে তিনি মায়ের সম্পত্তি উদ্ধার ও জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।