December 9, 2024, 7:06 pm
স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শনিবার সন্ধ্যায় ৭নং ওয়ার্ডের খড়িবিলা (বাইপাস মোড়) এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় ও ডালিম প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, ‘পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন নিয়ে আমি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। সাধারণ জনগণের অনূপ্রেরণায় আমি এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি বিজয়ী হলে সর্বস্তরের মানুষদের সাথে নিয়ে অসহায়, হতদরিদ্র ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাবো।’ এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, মাসুদুর রহমান, হেলাল উদ্দিন, হোসাইন মাহমুদ ক্যাপ্টেন, অসিম কুমার দাস, ওমর আলী গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Comments are closed.