February 11, 2025, 6:20 am
সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর সাথে কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব সৈয়দ মাহমুদ পাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় লস্কারপাড়া ঈদগাহ মাঠে টাউন স্পোটিং ক্লাবের উদ্যোগে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ। আকরাম হোসেন খান বাপ্পি’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি মো. আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও ১,২ ও ৩ নং ওয়ার্ডের (সংরক্ষিত) কাউন্সিলর প্রার্থী জ্যোৎস্না আরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, এড শফিকুল ইসলাম, রফিকুজ্জামান ছট্রু, বিকাশ চন্দ্র দাস, হাবিবুর রহমান বিটু প্রমুখ।
বক্তারা বলেন, ‘আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে সৎ, যোগ্য প্রার্থী হিসেবে সৈয়দ মাহমুদ পাপার বিকল্প নেই। আজকের এ মতবিনিময় সভায় মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে। আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে আপনাদের ভোটাধিকার প্রদান করে পুনরায় সৈয়দ মাহমুদ পাপাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে এলাকার সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।’
মতবিনিময় সভায় সকলের দোয়া ও সমর্থন কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সৈয়দ মাহমুদ পাপা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, মীর তাজুল ইসলাম রিপন, ইদ্রিস আলী বাবু, সেলিম রহমান, সৈয়দ হায়দার আলী তোতা, মির্জা মনিরুজ্জামান, আব্দুস সবুর, জিয়াউল হক, কমল বিশ্বাস, মানস, আসাদুজ্জামান খোকা, আবুল হাসানসহ পৌরসভার ২নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দ।
Comments are closed.