July 26, 2024, 11:58 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কালিগঞ্জের সোলায়মান হত্যা মামলায় ভূমিহীন নেতা ওহাব আলী পেয়াদা গ্রেপ্তার

কালিগঞ্জের সোলায়মান হত্যা মামলায় ভূমিহীন নেতা ওহাব আলী পেয়াদা গ্রেপ্তার

দেবহাটা-কালিগঞ্জের ভূমিহীন আন্দোলনের নেতা ওহাব আলী পেয়াদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে সাতক্ষীরা শহরের পিটিআই মাঠ সংলগ্ন মোতালেবের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওহাব আলী পেয়াদা আর এক ভূমিহীন নেতা সোলাইমান হত্যা মামলার প্রধান আসামী।

মামলা সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঝায়ামারির বিলের ১০৭ বিঘা খাসজমির মালিকানা নিয়ে সোলায়মান গাজীসহ তার সমর্থকদের সাথে ওহাব আলী পেয়াদার বিরোধ রয়েছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা বিদ্যমান।

ঐ মামলায় হেরে যাওয়ার পরও ২০ ঘর ভূমিহীন বসিয়ে ১০৭ বিঘা জমির মধ্যে প্রায় ৭০ বিঘা জমি দখলে রাখেন ওহাব পেয়াদা। এ নিয়ে ওহাব পেয়াদার সাথে সোলায়মানের বিরোধ চরমে উঠে। অভিযোগ রয়েছে তাকে হত্যারও হুমকি দেওয়া হয়। ২০১৭ সালের ২০ নভেম্বর ভোর চারটার দিকে সোলায়মানকে আশাশুনির কৈখালি পানির ট্যাঙ্কির পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের উপর জবাই করে হত্যা করা হয়।

পরদিন নিহতের ভাই সামিউল্লাহ বাদি হয়ে ওহাব আলী পেয়াদাসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে আশাশুনি থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর আজ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে সোলাইমান হত্যা মামলার তদন্তভার সিআইডি থাকলেও সিআইডি’র উপর ন্যস্ত আছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com