January 18, 2025, 4:05 pm
কালিগঞ্জ প্রতিনিধিঃকালিগঞ্জের কুশুলিয়া যুব সংঘ আয়োজিত চারদলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা বৃহস্পতিবার বিকেলে কুশুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। শ্রীকলা ফুটবল একাদশ ও দেবহাটার গাজীরহাট ফুটবল একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বতীপূর্ণ খেলার নির্দ্ধারিত সময়ে অমিমাংসিত ভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে শ্রীকলা ফুটবল একাদশ ৫-৩ গোলের ব্যবধানে গাজীরহাটকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান ও সোহাগ। এর আগে টুর্নামেন্টের প্রথম খেলায় বন্দকাটি ফুটবল একাদশ দেবহাটার পারুলিয়া টিকিট মায়ের বাড়ি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
Comments are closed.