October 3, 2024, 10:43 pm
কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের কুশুলিয়া ফুটবল মাঠে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কুশুলিয়া যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের প্রথম খেলায় বন্দকাটি ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে দেবহাটা উপজেলার টিকিট মায়ের বাড়ি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু এবং সহকারী হিসেবে ছিলেন সোহাগ ও রুবেল।টুর্নামেন্টের উদ্বোধন করেন কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর কেএমএল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী কাউফিল অরা সজল। আগামী মঙ্গলবার টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় কুশুলিয়া যুব সংঘ ও দেবহাটার গাজীরহাট ফুটবল একাদশ পরষ্পর মুখোমুখি হবে বলে জানা গেছে।
Comments are closed.