October 4, 2024, 12:18 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কালিগঞ্জে জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র‌্যালি ও পথসভা

কালিগঞ্জে জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র‌্যালি ও পথসভা

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন ও মৌতলা ইউনিয়ন যুব ফোরামের বাস্তবায়নে জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গন কুশুলিয়া ইউনিয়নের যুব ফোরামের বাস্তবায়নে ও বে-সরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসুচীর অংশ হিসেবে র‌্যালির উদ্বোধন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও লিডার্সের কালিগঞ্জ উপজেলার উপদেষ্টা সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন লিডার্স এর উপজেলা সমন্বয়কারী সুলতা রানী সাহা, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কুশুলিয়া ইউনিয়ন যুব ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হাসান প্রমুখ। এছাড়া মৌতলা ইউনিয়ন যুব ফোরাম ও মথুরেশপুর ইউনিয়ন যুব ফোরামের আয়োজনে জয়বায়ু কর্ম সপ্তাহ উদ্্যাপন কর্মসূচী উপলক্ষে এবং জাতিসংঘের ক্লাইমেট একশান সামিট অনুষ্ঠানের সম্মেলন সামনে রেখে পৃথিবী ব্যাপী বিশ্ব জলবায়ু কর্মসপ্তাহ-২০১৯ আয়োজন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ দেশের ঝুঁকিপূর্ণ অঞ্চলের সংগঠন হিসাবে লিডার্স সাতক্ষীরা জেলায় এই অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে। ২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com