কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন ও মৌতলা ইউনিয়ন যুব ফোরামের বাস্তবায়নে জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গন কুশুলিয়া ইউনিয়নের যুব ফোরামের বাস্তবায়নে ও বে-সরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসুচীর অংশ হিসেবে র্যালির উদ্বোধন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও লিডার্সের কালিগঞ্জ উপজেলার উপদেষ্টা সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন লিডার্স এর উপজেলা সমন্বয়কারী সুলতা রানী সাহা, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কুশুলিয়া ইউনিয়ন যুব ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হাসান প্রমুখ। এছাড়া মৌতলা ইউনিয়ন যুব ফোরাম ও মথুরেশপুর ইউনিয়ন যুব ফোরামের আয়োজনে জয়বায়ু কর্ম সপ্তাহ উদ্্যাপন কর্মসূচী উপলক্ষে এবং জাতিসংঘের ক্লাইমেট একশান সামিট অনুষ্ঠানের সম্মেলন সামনে রেখে পৃথিবী ব্যাপী বিশ্ব জলবায়ু কর্মসপ্তাহ-২০১৯ আয়োজন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ দেশের ঝুঁকিপূর্ণ অঞ্চলের সংগঠন হিসাবে লিডার্স সাতক্ষীরা জেলায় এই অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে। ২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে