February 5, 2025, 8:43 am
জমি-জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে বৃদ্ধা আলেয়া খাতুনকে মারপিট এবং আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিচারের দাবী নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন কালিগঞ্জ উপজেলার ইউনিয়নের কাজী পাড়ার কাজী শামসুর রহমানের স্ত্রী বৃদ্ধা আলেয়া খাতুন। তবে আইনী সহায়তা পাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। আলেয়া খাতুনের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, কালিগঞ্জ সার্কেল অফিসের ১৪৭ নং স্মারকে ১৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বিবাদী মো. আলমগীর, কাজী মুহিব, কাজী হাবীব ও রাশিদা খাতুনকে নোটিশ করে বসাবসির জন্য ডাকা হলেও এখনও কোন প্রতিকার পাচ্ছে না বলে জানিয়েছেন বৃদ্ধা আলেয়া খাতুন। সর্বশেষ ১৭ এপ্রিল কালিগঞ্জ থানায় অভিযোগ করেন আলেয়া খাতুন। অভিযোগ সূত্রে জানা যায়, জমি জায়গা নিয়ে বিরোধ মিমাংশা না করে বিরোধপূর্ণ জমিতে ইট, বালু, সিমেন্ট এনে পাকা ঘর নির্মাণ শুরু করেছে। নির্মাণ কাজে বাঁধা দিতে গেলে মারপিট করতে থাকে। স্থানীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে খুন জখমের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি দিয়ে যাচ্ছে। তপশীল বর্ণিত জমির মৌজা: কুশলিয়া, জেএল নং-১৭৭, খতিয়ান নং- ১০০২ (খারিজ মতে), দাগ নং- ১৭৯১। এব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বৃদ্ধা অসহায় আলেয়া খাতুন।
Comments are closed.