January 15, 2025, 10:47 am
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটেয়ে অবশেষে সাতক্ষীরা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের অবহেলিত দুদলী টু রতনপুর এবং রায়পুর টু নিজদেবপুর রাস্তা কার্পেটিং’র কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী ও মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম এ কাজের উদ্বোধন করেন। রাস্তা উদ্বোধনকালে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন এবং মেহেরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিক টেকনো লিমিটেড প্রজেক্ট ম্যানেজার সোহেল রানা বলেন, দুদলী টু রতনপুর রাস্তা ৪০৮০ মিটার ৩ কোটি ৬৯ লাখ টাকা,রায়পুর টু নিজদের রাস্তা ২৭.৯০ মিটার রাস্তা আগামী ৯ মাসের ভিতরে দুটি রাস্তার কাজ সমাপ্ত হবে। উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, দুদলী টু রতনপুরের রাস্তা ২০১৭ সাল থেকে পিচ করনের জন্য অনেক চেষ্টা করেছি। এবং অন্য উপজেলা ছাড়া কালিগঞ্জ উপজেলায় কারপেটিং রাস্তার কাজ অনেক বেশি করতে সক্ষম হয়েছি।
মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম বলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সার্বিক প্রচেষ্টায় দীর্ঘদিনের অবহেলিত রাস্তা দুটি করতে সক্ষম হয়েছি। দুদলী টু রতনপুর রাস্তা প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল। নুরনগর রতনপুরের ব্যবসায়ীদের জেলার সর্ব বৃহত্তম কাঁচা বাজার মৌতলায় যাতায়াতের একমাত্র রাস্তা দুদলী এছাড়াও রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করে। একইভাবে রায়পুর টু নিজদেবপুর রাস্তায় স্কুলগামী ছাত্র-ছাত্রীরা অনেক কষ্ট পায়। সব মিলিয়ে আমি ইউপি নির্বাচনে নির্বাচিত হয়ে শপথ নেয়ার আগে এই দুটি রাস্তার জন্য সাতক্ষীরা এক্সচেঞ্জ অফিসসহ বারবার ঢাকায় দৌড়া দৌড়ির মাধ্যমে রাস্তা দুটির অফিসিয়াল কাজ খুবই দ্রুত করতে সক্ষম হয়েছি।
এসময় উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়নের প্যনেল চেয়ারম্যান মোদাচ্ছের আলী, জিএম আব্দুল জলিল, ইউপি সদস্য এসএম আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা নুর আলী গাজী, আবু মুসা, সাংবাদিক জিএম মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত: রাস্তা দুটির কাজ বহু বছর ধরে অনেক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করার আশ্বস্ত প্রদান করলেও অতিরিক্ত শেলভেচ থাকার কারণে বাস্তবে পরিণত হয়নি। বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কারণে রাস্তা দুটি আলোর মুখ দেখতে সক্ষম হয়েছে।
Comments are closed.