March 20, 2025, 10:52 am
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক সন্তানের জনকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু গ্রামে। এঘটনায় থানায় মামলা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু (পশ্চিম) গ্রামের মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন যাবত উত্যক্ত করছিল ওই গ্রামের হোসেন আলী কারিকরের ছেলে মুছা কারিকর (২৬)। গত ১৩ সেপ্টেম্বর বেলা ২টার দিকে স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা দেবহাটা উপজেলায় এক আত্মীয়ের জানাজায় অংশগ্রহণের জন্য গেলে সুযোগ পেয়ে মুছা কারিকর ওই ছাত্রীর শয়নকক্ষে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মুছা কারিকর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় স্কুল ছাত্রীর চাচা ১৪ সেপ্টেম্বর রাতে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৪)। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারী পরীক্ষার সম্পন্ন হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments are closed.