January 23, 2025, 6:09 pm
সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন শুকজান বিবি (৮৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) ভোর ৬টার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা শুকজান বিবি চৌবাড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মোল্লার স্ত্রী।
তের পরিবারের সদস্যরা জানান, বৃদ্ধা ভোর বেলা আযান শুনে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে পাশের বাড়ি গোলাম রসুল মোল্লার পুকুরে ওযু করতে গিয়েছিল। পরবর্তীতে মসজিদে নামাজ শেষে গোলাম রসুল মোল্লা প্রতিদিনের ন্যায় পুকুর পাড়ে যায় এবং বৃদ্ধাকে পুকুরে ভাসতে দেখে লোকজন ডাকাডাকি করে। প্রতিবেশি ও পরিবারের লোকজন পুকুর থেকে বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করে এবং পরবর্তীতে বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়।
কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় মর্গে প্রেরণ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
Comments are closed.