March 16, 2025, 12:43 am
কালিগঞ্জে পুলিশের অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শাহাদাৎ হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মাঘুরালী গ্রামের মৃত পিয়ার আলী মিস্ত্রীর ছেলে।
থানা সূত্র জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নলতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী শাহাদাৎকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বুধবার (১২ মে) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Comments are closed.