October 31, 2024, 3:12 am
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে অনুর্দ্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের প্রথম খেলা শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় রতনপুর ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে কুশুলিয়া ইউনিয়নকে পরাজিত করেছে। খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু এবং সহকারী হিসেবে ছিলেন শেখ ইকবাল আলম বাবলু, সৈয়দ মোমেনুর রহমান ও মামুন। আজ শনিবার বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় উপজেলা পরিষদ মাঠে কৃষ্ণনগর ইউনিয়ন ও নলতা ইউনিয়ন পরস্পর মুখোমুখি হবে।
Comments are closed.