February 28, 2024, 12:27 pm

শিরোনাম:
অধ্যক্ষ আবু আহমেদ এর মাতার সুস্থতা কামনা জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত জনগণের সেবা এবং সন্ত্রাস দমন করুন : পুলিশের প্রতি প্রধানমন্ত্রী সরকারি গুদামে আছে পৌনে ১৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য ‘সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই’ অনুপমের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন হবু স্ত্রী প্রস্মিতা আইনজীবী সমিতির নির্বাচনের দাবিতে প্রতিবাদ সমাবেশ ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সংরক্ষিত সংসদ লায়লা পারভিন সেজুতিকে শুভেচ্ছা সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী শিক্ষার্থী শামীমকে ভর্তির ব্যবস্থা করলেন
কালিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের শেষ খেলায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের জয়

কালিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের শেষ খেলায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের জয়

প্রতিনিধি: কালিগঞ্জে অনুর্দ্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের শেষ খেলা রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ৩-০ গোলের ব্যবধানে ধলবাড়িয়া ইউনিয়নকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সুকুমার দাশ বাচ্চু ও সৈয়দ মোমেনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন।প্রসঙ্গত, উপজেলার ১২ ইউনিয়ন খেলায় অংশগ্রহণ করে। পরবর্তীতে ৬ টি দলে মধ্যে দ্বিতীয় পর্বের খেলা শেষে ৩টি দল তৃতীয় পর্বে উন্নীত হয়েছে। আজ সোমবার সাদপুর ফুটবল মাঠে তৃতীয় পর্বে উন্নীত কৃষ্ণনগর, রতনপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মধ্যে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দল আগামী মঙ্গলবার উপজেলা পরিষদ ফুটবল মাঠে পরস্পর মুখোমুখি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited