বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদকাসক্তি, ইভটিজিং, স্মার্টফোনের অপব্যবহার, গুজবের কুফল প্রভৃতি বিষয়ে সচেতন ও সংবেদনশীল করার লক্ষ্যে আয়োজিত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উন্নীত হয়েছে। ‘গুজব নয় যুক্তি নির্ভর প্রজন্ম গড়ি’ স্লোগানে অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল কার্যালয় ও কালিগঞ্জ থানার তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মৌতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।‘পারিবারিক অনুশাসনের অভাবই ইভটিজিং এর প্রধান কারণ’ বিষয়ের পক্ষে বিতর্কে অংশগ্রহণ করে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক মিম্মা সুলতানা, তাসকিন জাহান স্মৃতি ও ফারিহা তানজিলা এবং বিপক্ষে অংশ নেয় সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক আফরিনা সুলতানা, শারমিন আহম্মদ ও শ্রেয়া সরকার। বিচারমন্ডলীর রায়ে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ফাইনালে উন্নীত হয়েছে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক মনোনীত হয়েছে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দলের নেতা ফারিহা তানজিলা। মডারেটরের দায়িত্ব পালন করেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভীন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, এড. জাফরুল্যাহ ইব্রাহিম, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্জ্ব এখলেসার রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্যাহ হাসান, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ শামিম-উর-রহমান প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বই এবং শ্রেষ্ঠ বক্তাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর উজ্জীবনী ইনস্টিটিউটের বিরুদ্ধে জয়ী হয়ে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে উন্নীত হয়েছে নলতা মাধ্যমিক বিদ্যালয়।