July 27, 2024, 12:22 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান: ৬ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান: ৬ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জ প্রতিনিধিঃকালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৬ জনের নিকট থেকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় শীতলপুর গ্রামের মিঠুন রায়’র স্ত্রী স্মৃতি রায় এবং ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলামের বাড়ির আশেপাশে অপরিষ্কার এবং উপজেলার সদর ফুলতলা মোড়ে অবস্থিত সাতক্ষীরা ঘোষ ডেয়ারী’র মধ্যে নোংরা পরিবেশ থাকায় পরিবশে আইনের ৫৩ ধারা মোতাবেক স্মৃতি রায়কে ৫ হাজার, নুরুল ইসলামকে ৫ হাজার এবং ঘোষ ডেয়ারির মালিক জগদীশ ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার মৌতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মৌতলা বাজারের চাল ব্যবসায়ী মৌতলা গ্রামের মোদন মোহনের ছেলে সজল সাহা একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে চাউল ব্যবসায়ী হোসেন আলীর ব্যবসা প্রতিষ্ঠানে প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রির অভিযোগে পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইনের ১৪ এর ৪ মোতাবেক সজল সাহাকে ১০ হাজার এবং হোসেন আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ওই বাজারে অবস্থিত মৌতলা গ্রামের অজিত কুমারের ছেলে স্বপন কুমারের মিষ্টির দোকানে ডিজিটাল মিটারের মাধ্যমে ওজনে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারা মোতাবেক ১ হাজার টাকা জরিমানা করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com