মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মঙ্গলবার কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে মিনা দিবস র্যালি বের হয়ে নাজিমগঞ্জ ঘুরে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসার মোসা. শামসুন্নাহারের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা সহকরী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা, ওমর ফারুক, জহুরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়