January 15, 2025, 11:58 am
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সরকারি পর্যায়ে নিউজিল্যান্ডে বিজ্ঞান বিষয়ে ১৫ দিনের সফল প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে সংবর্ধিত করা হয়।রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে গাজী মিজানুর রহমান নিউজিল্যান্ড সফর সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন এবং তার অনুভূতি ব্যক্ত করেন। রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও আওয়ামী লীগ নেতা এড. হাবিব ফেরদাউস শিমুল, ক্রীড়াব্যক্তিত্ব মনিরুজ্জামান মনি, নাজমুল আলম, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহম্মেদ, সদস্য লাভলু আক্তার, জিএম বারী, আফজাল হোসেন, সাংবাদিক হাবিবুল্যাহ বাহার, অফিস সহায়ক প্রসেনজিত ঘোষ প্রমুখ। অনুষ্ঠান থেকে সংবর্ধিত অতিথিকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নৈশভোজ অনুষ্ঠিত
Comments are closed.